Concept about Article – The course is designed to develop communication skills in English and computer and information technology (ICT) of the learners. Communicative English includes the basic grammatical structures of English and basic semantics, basic reading and listening techniques for constructing informal writings; reading selected English literature; listening to selected English media; use of expressions for easy communication in daily life such as exchanging information, greeting, shopping, application, past, present & future activities, liking & disliking etc; giving English oral presentations; and writing formal letters and essays.
Study and practice in reading and writing on related topics from nursing textbooks/journals/magazines & note taking, referencing; improvement of reading and writing abilities with emphasis on review of vocabularies, sentence structure, organization, development of oral presentation; developing writing skills Business letters, application & CV; report writing, editing, proof reading, translation and professional writings-meeting minutes; improvement of speaking and listening abilities with establishing communication and making arguments.
Computer and information technology is designed for understanding of using computer and information technology; it applications in nursing field; application programs for Microsoft Word processing, Microsoft Excel for spreadsheets, Power Point Presentations, Networking and Communication through internet and World Wide Web applications.
Concept about Article
Article পদ্রাশ্রিত নির্দেশক
সংজ্ঞা: A, an ও the কে Article বলে। Article বা পদাশ্রিত নির্দেশক সাধারণত Noun এর পূর্বে বসে, কিন্তু ক্ষেত্র বিশেষে তা Adjective Advertis পূর্বেও বসে। এর কাজ হচ্ছে পদটি নির্বিত বা অনির্দিষ্ট তা নির্দেশ করা। কাজ ও উৎপত্তি অনুসারে Article সাধারণত Adjective হিসেবে ব্যবহৃত হয়।
Article দুই প্রকার। যথাঃ
(i) Definite Article: The
(ii) Indefinite Article A. An
A/An-এর ব্যবহার
Rule-1: সাধারণত word- এর প্রথম অক্ষর vowel হলে উহার আগে at বসে কিন্তু প্রথম অক্ষর vowel হওয়ার পরেও বাংলা উচ্চারণ ‘ইউ’ বা ‘ওয়া’- এর মতো হলে সেই word- এর আগে A বসে। Ex:
It is an orange.
It is a one take.
It is a university.
Rule-2: সাধারণত word- এর প্রথম অক্ষর Consonant হলে উহার পূর্বে A বসে। কিন্তু প্রথম অক্ষর অনুচ্চারিত H হলে উহার আগে an বসে।
Ex: It is a horse.
It is an honest mother.
It is an hotel.
Rule-3: সাধারণত Few, Lot, Great, Lot of Great deal of, Great many ইত্যাদির পূর্বে A বসে।
Ex: I have a lot of money.
Rule 4: Word- এর সংক্ষিপ্তরূপের ক্ষেত্রে প্রথম অক্ষরটির বাংলা বানান Vowel- এর মতো হলে উহার পূর্বে An বসে এবং Vowel-এর মতো না হলে A বসে।
Ex: He is an L.B.B.
He is a D.C.
He is an M.A.
Rule-5: আলাদা গুণ সম্পন্ন দু’জন ব্যক্তির মধ্যে তুলনা করা হলে দ্বিতীয় জনের আগে a/an বসে।
Ex: Ashraful is a Tendulker of Bangladesh.
Rule-6: সাধারণত পেশা, ব্যবসা, শ্রেণী ইত্যাদির নামের আগে a/an বসে।
Ex: Mr. Ahmed is an English teacher.
Rule-7: কিছু কিছু phrase আছে যাদের আগে a/an বসে।
যেমন- In a hurry, in a temper, to have a cold, to take an interest, in a nutshell, in a fix.
Ex: He is a hurry.
Imran is in a temper.
Rule-8: সাধারণত Many, What, Half, Rather, But, How, Quite, Such এদের পর Singular Common Noun থাকলে সেই Noun-এর আগে a/an বসে।
Ex: Many a was present is the meeting.
Nobody can forbear such an insult.
It is rather a difficult task.
What a bird it is!
Rule-9: সাধারণত So/Too এরপর Adjective থাকলে তারপর a/an বসে।
Ex: This is too seroius a matter.
Gold is so precious a metal.
Rule-10: Abstract Noun কোন বাক্যে Common noun এর কাজ করলে উহার আগে a/an বসে।
Ex: Helen was a beauty.
যেসব ক্ষেত্রে Article A/An ব্যবহার করা হয় নাঃ Omission of A/An
Rule-1: সাধারণত Meals of noun-এর পূর্বে Article বসে ना।
Note: Meals of Noun: Breakfast, Supper, Dinner, Lunch ইত্যাদি।
Ex: I have taken dinner.
কিন্তু Meals of noun এর আগে adjective থাকলে তাহার আগে a/an বসে।
Ex: I have taken a good dinner.
Rule-2: সাধারণত Day, Month, Season, Year ইত্যাদির নামের আগে a/an বসে না।
Ex: I saw him on Sunday,
I meet him in summer.
Rule-3: সাধারণত Abstract noun এর আগে Article বসে না।
বিঃদ্রঃ যে সকল Noun গণনা, ওজন, পরিমাপ করা যায় না এমনিক দেখাও যায় না কেবল অনুভব করা যায় উহারা Abstract Noun.
যেমন- Honesty, Kindness ইত্যাদি।
Ex: Honesty is the best policy.
Rule-4: সাধারণত ভাষার নামের আগে Article বসে না। যদি Article বসে তবে তা কোন জাতিকে নির্দেশ করে
Ex: He speaks English like the English.
Rule-5: সাধারণত ভ্রমণের রূপ প্রকাশ করলে যানবাহন ও এর পথের নামের আগে Article বসে না।
যেমন- By car, By bus, by boat, by air, by river, by sea etc.
Ex: John usually goes to work by bus.
Rule-6: সাধারণত কোন বাক্যে Noun- এর ব্যবহার যুগ্ম হলে তার আগে Article বসে না।
Ex: From village to village, Face to face, Neek and neck, Father and son, Husband and wife, Brother and sister, Arm in arm, Hand to hand, From door to door.
Ex: We must consult face to face.
He begged from door to door.

The- এর ব্যবহার
Rule-1: সাধারণত জাতি/গোত্রের নামের আগে The বসে।
Ex: The poor are not happy.
কিন্তু Man/Woman যারা জাতি নির্দেশ করলে এদের পূর্বে Article বসে না।
Ex: Man is mortal.
Rule-2: একই গুণ সম্পন্ন দু’জন ব্যক্তির মধ্যে তুলনা করা হলে দ্বিতীয় জনের আগে The বসে।
Ex: Nazrul is the Byron of Bangladesh.
Rule-3: সাধারণত Superlative degree- এর আগে The বসে।
Ex: Rahim is the greatest man.
Rule-4: একই Noun/ ব্যক্তিকে দুইবার নির্দেশ করা হলে দ্বিতীয়বার ঐ Noun/ ব্যক্তির আগে The বসে।
Ex: I saw a man. The man is honest.
Rule-5: সাধারণত অনেকগুলো জিনিসের মধ্যে একটি জিনিসকে নির্দেশ করতে উহার পরে The বসে।
Ex: I saw him in the reading room.
Rule-6: সাধারণত নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, দেশ, মহাদেশ, ধর্মগ্রন্থ, পত্রিকা, তারিখ, দিক, বাদ্য-যন্ত্র ইত্যাদির নামের আগে The বসে।
Ex: The Padma is a river.
He is playing the piano.
Rule-7: সাধারণত ক্রমবাচক সংখ্যা থাকলে উহার আগে The বসে।
Ex: Hamid is the second boy in the class.
The whale is the largest creature in the world.
Rule-8 : সাধারণত কোন বাক্যে proper noun- এর আগে Adjective/Adjective phrase/Clause থাকলে উহার আগে The বসে।
Ex: The great Akbar was a mighty ruler.
He is the Javed, who never stood first in the competition.
Rule-9: কোন বাক্যে Common Noun যখন Abstraction এর মতো কাজ করে, তখন তার আগে The বসে।
Ex: Check the beast in you.
The mother rose in her.
Rule-10: Adjective দ্বারা কোন কিছুর বিশেষ অংশ বোঝালে সেই adjective-এর আগে The বসে।
Ex: He do not like the yellow of an egg.
He likes the white of an egg.
Rule-11: কোন বাক্যের শুরুতেই Adjective থাকলে অর্থাৎ বাক্যের Subject হিসেবে ব্যবহৃত হলে উহার আগে The বসে। এক্ষেত্রে উহা Plural Common Noun এর কাজ করে।
Ex: The pious are happy.
The rich suffer from superiority complex.
Rule-12: কোন বাক্যে Abstract Noun যখন Common Noun হিসেবে কাজ করে তখন উহার আগে The বসে।
Ex: The kindness of Mohsin is known to all.
যেসব ক্ষেত্রে Article ‘the’ ব্যবহার করা হয় না: Omission of The
Rule-1: সাধারণত শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, পোশাক-পরিচ্ছদ এবং খেলাধুলার নামের আগে Article বসে না।
Ex: He is playing (x) cricket.
Rule-2: সাধারণত Than যুক্ত Comparative- এর আগে The বসে না।
Ex: Rahim is (x) better than Karim.
Rahim is the better of the two boys.
Rule-3: সাধারণত রোগের নামে আগে Article বসে না। কিন্তু Gout (গেঁটেবাত), Mumps (গলাফুলা), Meassels (হাম) ইত্যাদির আগে The বসে।
Ex: (x) Cancer breaks out here.
The gout breaks out here.
Rule-4: আমরা জানি, Absract Noun- এর আগে Article বসে না। কিন্তু Abstract Noun দ্বারা বিশেষ কোন ব্যক্তিকে নির্দেশ করা হলে তাহার আগে The বসে।
Ex: Honesty is the best policy.
The honesty of Rahim is great.
Rule-5: Make, Select, Elect, Nominate, Crown. Appoint, Choose এই সকল Verb-এর পরে The বসে না।
Ex: We made (x) him (none) Chairman.
Rule-6: School, College, University, Station. Airport, Hospital, Moaque, Bed, Church ইত্যাদি স্থানে সাধারণ অর্থে যাওয়া বোঝালে এদের পূর্বে the বসে না। কিন্তু বিশেষ উদ্দেশ্যে যাওয়া বুঝালে এদের আগে The বসে।
Ex: He is going to hospital. (সাধারণ অর্থে)
He is going to the hospital to see his friend.
Rule-7: God, Allah এদের পূর্বে article বসে না এবং Uncountable noun- এর আগে a/an বসে না।
Ex: (None) God is kind.
I gave him (None) advice.
Rule-8 : সাধারণত Television এর আগে The বসে না কিন্তু Radio- এর আগে The বসে।
Ex: He often listens to the radio.
He enjoys cricket on (x) television.
Rule-9: সাধারণত নিচের phrase- গুলোর ক্ষেত্রে article বসে না।
To loose heart, to take offence, to bring word, to give ear, to set foot, take breath, to catch fire, to cast anchor, to lay seige, to leave home, to give battle, to send word, to set sail, to strike root, at home, on horse back, in hand, at dinner, at ease, at dusk, at dawn, at day break, at sunrise, at sunset, at noon, at night, by day, by night, by name, by land, by water, by river, by air, by boat, by bus, by train, by steamer, by ship, on foot, under ground, above ground, from hand to mouth, in just, at ease, on demand, on earth etc.
Ex: I go to school on foot.
Everyday I return home at dusk.
Rule-10: সাধারণত possessive (His, my, her, their, our, your, Tareq, Sinthia’s) এরপর Noun থাকলে সেই Noun-এর আগে article বসে না।
Ex: (x) My pen writes well.
(x) Tanvir’s uncle is a teacher.
Read More: