Suffix and Prefix | CHAPTER – 09 | Communicative English for Nurses

Suffix and Prefix – The course is designed to develop communication skills in English and computer and information technology (ICT) of the learners. Communicative English includes the basic grammatical structures of English and basic semantics, basic reading and listening techniques for constructing informal writings; reading selected English literature; listening to selected English media; use of expressions for easy communication in daily life such as exchanging information, greeting, shopping, application, past, present & future activities, liking & disliking etc; giving English oral presentations; and writing formal letters and essays.

Study and practice in reading and writing on related topics from nursing textbooks/journals/magazines & note taking, referencing; improvement of reading and writing abilities with emphasis on review of vocabularies, sentence structure, organization, development of oral presentation; developing writing skills Business letters, application & CV; report writing, editing, proof reading, translation and professional writings-meeting minutes; improvement of speaking and listening abilities with establishing communication and making arguments.

Computer and information technology is designed for understanding of using computer and information technology; it applications in nursing field; application programs for Microsoft Word processing, Microsoft Excel for spreadsheets, Power Point Presentations, Networking and Communication through internet and World Wide Web applications.

 

Suffix and Prefix

Suffix and Prefix: ইংরেজিতে আট প্রকার Part of speech এর মধ্যে noun, adjective, verbe adverb এই চারটিকে key word বা base word বলে এবং pronoun, preposition, conjunction ও interjection এই চারটিকে subsidiary word বলে। Subsidiary word-গুলো পরিবর্তনযোগ্য নয়, কিন্তু key word বা base word- গুলো অর্থাৎ noun, adjective, verb ও adverb কে একপদ থেকে অন্যপদে রূপান্তর করা যায়। রূপান্তরের এ পদ্ধতিকে বলা হয় Affix। Affix শব্দের মূল অর্থ হল সংযোগ করা বা জুড়ে দেয়া। Affix-কে দু’টি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন: 1. Suffix (প্রত্যয়) 2. Prefix (উপসর্গ)।

ইংরেজি ভাষায় যে সমস্ত Suffix ও Prefix বেশি ব্যবহৃত হয় তার মধ্যে able, ible, al, ance, be, dis, ee, en, er, ful, by, iam, ic, il, in, im, ir, ing, ish, less, ly, ment, ness, ous, pre, s/es, ship, sion, tion, ion, un এবং y/ye উল্লেখযোগ্য ।

 

 

Prefix (উপসর্গ)

মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করা হয় তাকে Prefix বলে। Prefix যোগে নতুন শব্দ গঠনের কিছু উল্লেখযোগ্য নিয়ম উদাহরণসহ নিম্নে দেখানো হলো।

1. Prefix- এর মাধ্যমে গঠিত শব্দ প্রায়ই মূলশব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। নিচে কিছু নমুনা দেখানো হলোঃ

Root /base wordDerivative/New Word
agreeসম্মত হওয়াdisagreeঅসম্মত হওয়া
allowমঞ্জুর করাdisallowনামঞ্জুর করা
honestসৎdishonestঅসৎ
likeপছন্দ করাdislikeঅপছন্দ করা
obeyমান্য করাdisobeyঅমান্য করা
legalবৈধillegalবেআইনী
legibleসহজে পাঠ্যillegible
যা সহজে পড়া যায় না
logicalযৌক্তিকillogicalঅযৌক্তিক
liberalউদারilleberalঅনুদার
literateঅক্ষর
জ্ঞানসম্পন্ন
illiterateনিরক্ষর
balanceভারসাম্যimbalanceভারসাম্যহীন
partialপক্ষপাতদুষ্টimpartialনিরপেক্ষ
politeবিবেচকimpoliteঅবিবেচক
patientধীরimpatientঅধীর
personalব্যক্তিগতimpersonalনৈর্ব্যক্তিক
mortalমরণশীলimmortalঅমর
abilityক্ষমতাinabilityঅক্ষমতা
activeসক্রিয়inactiveনিষ্ক্রিয়
capableযোগ্যincapableঅযোগ্য
definiteনির্দিষ্টindefiniteঅনির্দিষ্ট
disciplineশৃঙ্খলাindisciplineবিশৃঙ্কলা
justiceন্যায়injusticeঅন্যায়
visibleদৃশ্যমানinvisibleঅদৃশ্য
rationalযুক্তিসিদ্ধirrationalযা যুক্তিসিদ্ধ নয়
regularনিয়মিতirregularঅনিয়মিত
relevantপ্রাসঙ্গিকirrelevantঅপ্রাসঙ্গিক
resistibleপ্রতিরোধ্যirresistibleঅপ্রতিরোধ্য
responsibleদায়িত্ববানirresponsibleদায়িত্বহীন
resoluteস্থিরচিত্তirresoluteঅস্থিরচিত্ত
conductব্যবহারmisconductদুর্ব্যবহার
fireগুলি ছোড়াmisfireগুলি না ছোড়া
fortuneভাগ্যmisfortuneদুর্ভাগ্য
leadচালনা করাmisleadভুলভাবে
চালনা করা
takeলওয়াmistakeভুল, প্রমাদ
useব্যবহারmisuseঅপব্যবহার
senseঅর্থপূর্ণnonsenseঅর্থহীন কথা
stopবিরামnonstopঅবিরাম
violenceহিংসাnonviolenceঅহিংসা
ableসক্ষমunableঅক্ষম
commonসাধারণuncommonঅসাধারণ
fitউপযুক্তunfitঅনুপযুক্ত
necessaryপ্রয়োজনীয়unnecessaryঅপ্রয়োজনীয়
usualস্বাভাবিকunusualঅস্বাভাবিক
wiseজ্ঞানীunwiseঅনভিজ্ঞ

 

2. Noun বা adjective- এর সাথে be যোগ করে verb গঠন করা যায়।

Noun/AdjectiveVerb
cloudমেঘbecloudমেঘাচ্ছন্ন করা
devilপিশাচbedevil
বিপর্যন্ত করা হয়েছে
fallপড়াbefallঘটা/পড়া
fogকুয়াশাbefogকুয়াশাচ্ছন্ন করা
fitমানানোbefitমানানসহ
foolবোকাbefoolবোকা বানানো
friendবন্ধুbefriendবন্ধুত্ব করা
gloomবিষাদbegloomবিষাদাচ্ছন্ন করা
headশিরbeheadশিরচ্ছেদ করা
laceজরিbelaceজরি বসানো
lateবিলম্বbelateবিলম্ব করা
littleছোটbelittleছোট করা
meanনিচুbemeanহেয় করা
nightতিমিরbenightতিমির আবৃত করা
numbঅবশbenumbঅবশ করা
quietশান্তbequietশান্ত করা
seigeঅবরোধbeseigeঅবরোধ করা
tideকালbetideঘনা
witchযাদুকরীbewitch
মুগ্ধ করা, যাদু করা

 

3. Verb- এর সাথে dis যোগ করে বিপরীত শব্দ গঠন করা যায়

VerbOpposite word
agreeসম্মত হওয়াdisagreeঅসম্মত হওয়া
allowমঞ্জুর করাdisallowনামঞ্জুর করা
appearদৃশ্যমান হওয়াdisappearঅদৃশ্য হওয়া
countহিসাব করাdiscount
বাটা, কিছু পারিমাণ ছাড়
likeপছন্দ করাdislikeঅপছন্দ করা
obeyমান্য করাdisobeyঅমান্য করা
pleaseখুশি করাdispleaseঅখুশি করা

 

4. Noun অথবা Adjective এর সাথে en যোগ করে verb গঠন যায়

Noun/AdjectiveVerb
ableসক্ষমenableসক্ষম করা
chantগানenchantমুগ্ধ করা
courageসাহসencourageমুগ্ধ করা
dangerবিপদendangerবিপদাপন্ন করা
feebleদুর্বলenfeebleদুর্বল করা
foldভাজenfoldভাজ করা
forceআনন্দenforceবল প্রয়োগ করা
joyআনন্দenjoyবল প্রয়োগ
largeপ্রসারিতenlarge
বৃদ্ধি করা, প্রসারিত করা
listতালিকাenlistতালিকাভুক্ত করা
richধনীenrichধনী করা
shrineপবিত্র স্থানenshrineপবিত্র স্থানে রাখা
throneসিংহাসনenthroneসিংহাসনে বসানো
titleউপাধিentitleউপাধি দেওয়া
tangleজড়িতentangleজড়িত করা

 

5. Adjective এর সাথে il/im/in/ir (=not) যোগ করে opposite adjective গঠন করা যায়।

AdjectiveOpposite word
liberalউদারilleberalঅনুদার
legalআইনসম্মতillegalবেআইনি
legibleস্পষ্টillegibleঅস্পষ্ট
logicalযুক্তিযুক্তillogicalযুক্তিহীন
literateশিক্ষিতilliterateনিরক্ষর
measurableপরিমেয়immeasurableঅপরিমেয়
mobileগতিশীলimmobileনিশ্চল, গতিহীন
moderateপরিমিতimmoderateঅপরিমিত
modestবিনয়ীimmodestদুর্বিনীত,
অবিনয়ী
moralনৈতিকimmoralঅনৈতিক
mortalমরণশীলimmortalঅমর
movableস্থানান্তরimmovableনিশ্চল, স্থাবর
partialপক্ষপাতদুষ্টimpartialনিরপেক্ষ
possibleসম্ভবimpossibleঅসম্ভব
patientধীরimpatientঅধীর
personalব্যক্তিগতimpersonalনৈর্ব্যক্তিক
potentসম্মতimpotentনিবীর্য, অক্ষম
pureআসল/খাঁটিimpureভেজাল
probableসম্ভবimprobableঅসম্ভব
accurateযথার্থinaccurateঅযথার্থ
activeসক্রিয়inactiveনিষ্ক্রিয়
adequateপর্যাপ্তinadequateঅপর্যাপ্ত
animateসতেজinanimateনিষ্প্রাণ, প্রাণহীন
applicableপ্রযোজ্যinapplicable
অপ্রযোজ্য, অনুপযুক্ত
appositeসঙ্গতinappositeঅসঙ্গত
attentiveমনোযোগীinattentiveঅমনোযোগী
audibleশ্রুতিগোচরinaudibleশ্রুতির
অগোচর
capableসমর্থincapableঅসমর্থ
completeসম্পূর্ণincompleteঅসম্পূর্ণ
correctশুদ্ধincorrectঅশুদ্ধ
curableআরোগ্যincurableঅনারোগ্য
decentশোভনindecent
অশিষ্ট, গর্হিত, অশোভন
sensibleবোধশক্তিসম্পন্নinsensibleবোধশক্তিহীন
Validউপযুক্তinvalidবাতিল
visibleদৃশ্যমানinvisibleঅদৃশ্য
rationalযৌক্তিকirrationalবিচার, শক্তিহীন,
অযৌক্তিক
regularনিয়মিতirregularঅনিয়মিত
relevantপ্রাসঙ্গিকirrelevantঅপ্রাসঙ্গিক
religiousধর্মীয়irreligious
ধর্মবিরোধী, ধর্মহীন
repairableসংস্কারযোগ্যirrepairableসংস্কারের অযোগ্য
resistableপ্রতিরোধ্যirresistibleঅপ্রতিরোধ্য
responsibleদায়িত্ববানirresponsibleদায়িত্বহীন

 

6. Noun অথবা Adjective এর সাথে un যোগ করে antonyms (বিপরীতার্থক শব্দ) গঠন করা যায়।

Noun/AdjectiveAntonym
ableসক্ষমunableঅক্ষম
armedসশস্ত্রunarmedনিরস্ত্র
commonসাধারণuncommonঅসাধারণ
consciousসচেতনunconsciousঅচেতন
developedউন্নতundevelopedঅনুন্নত
easyস্বাভাবিক, স্বস্তিদায়কuneasyঅস্বস্তিকর
fitউপযুক্তunfitঅনুপযুক্ত
fortunateভাগ্যবানunfortunateহতভাগ্য
kindদয়ালুunkindনির্দয়
pleasantপ্রীতিকরunpleasantঅপ্রীতিকর
popularজনপ্রিয়unpopularজনপ্রিয়তাহীন
socialসামাজিকunsocialঅসামাজিক
wiseবুদ্ধিমানunwiseনির্বোধ

 

 

SUFFIX (প্রত্যয়)

মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করা হয় তাকে Suff বলে। Suffix যোগে নতুন শব্দ গঠনের কিছু উল্লেখযোগ্য উদাহরণসহ নিম্নে দেখানো হল।

1. অধিকাংশ ক্ষেত্রে suffix যোগ হয়ে মূল শব্দের অর্থের পরিয়ে না হয়ে পদের পরিবর্তন ঘটে।

Root/Base wordDerivative/new word
beautyসৌন্দর্যbeautifulসুন্দর
cheerআনন্দcheerfulআনন্দময়
careযত্নcarefulসতর্ক, যত্নশীল
fearভয়fearfulভয়ার্ত
faithবিশ্বাসfaithfulবিশ্বস্ত
mercyদয়াmercifulদয়ালু
playচাঞ্চল্যplayfulচঞ্চল
useপ্রয়োজনusefulনিষ্প্রয়োজন
aimলক্ষ্যaimlessলক্ষ্যহীন
careসতর্কcarelessঅসতর্ক
fearভীতিfearlessভীতিহীন
faithবিশ্বাসfaithlessবিশ্বাসহীন
tasteস্বাদteastelessবিস্বাদ
useপ্রয়োজনuselssনিষ্প্রয়োজন
happyসুখীhappinessসুখ
kindদয়ালুkindnessদয়া
quietশান্তquietnessশান্তি
cowardকাপুরুষcowrdlyকাপুরুষোচিত
earthপৃথিবীearthlyপার্থিব
manপুরুষmanlyপুরুষোচিত
rapidদ্রুতrapidlyদ্রুতবেগে
sickরোগsicklyরোগা
slowমন্থরslowlyমন্থরভাবে
weekসপ্তাহweeklyসাপ্তাহিক

 

2. Noun- এর সাথে able/ible যোগ করে adjective গঠন কর যায়।

NounAdjective
answerউত্তরanswerableউত্তরসাধ্য
choiceপছন্দchoiceableপছন্দনীয়
comfortআরামcomfortableআরামদায়ক
fashionকায়দাfashionableকায়দা-দুরস্ত
objectionআপত্তিobjectionableআপত্তিজনক
reasonযুক্তি।reasonableযুক্তিপূর্ণ
responseজবাবresponsibleদায়ী
senseইন্দ্রিয়sensibleইন্দ্রিয়গ্রাহ্য

 

3. Verb-এর সাথে able যোগ করে adjective গঠন করা যায়।

VerbAdjective
bearসহ্য করাbearableসহনীয়
breakভেঙে ফেলাbreakableভঙ্গুর
drinkপান করাdrinkableপানযোগ্য
eatখাওয়াeatableখাওয়ার যোগ্য
forgetভুলে যাওয়াforgettableভুলে যাওয়ার মত
laughহাসাlaughableহাস্যকর
moveপরিবর্তন করাmovableপরিবর্তনযোগ্য
preferপছন্দ করাpreferableপছন্দনীয়

 

4. Noun-এর সাথে al যোগ করে adjective গঠন করা যায়।

Nounadjective
accidentদুর্ঘটনাaccidentalদুর্ঘটনামূলক
digitসংখ্যাdigitalসংখ্যা সংক্রান্ত
verbক্রিয়াপদverbalক্রিয়াপদ
সংক্রান্ত

 

5. Verb- এর সাথে al যোগ করে noun গঠন করা যায়।

VerbNoun
approveঅনুমোদন
করা
approvalঅনুমোদন
arriveআসাarrivalআগমন
buryদাফন করাburialদাফন
denyঅস্বীকার করাdenialসত্য অস্বীকার
dismissবরখাস্ত করাdismissalবরখাস্ত
proposeপ্রস্তাব করাproposalপ্রস্তাব
refuseপ্রত্যাখ্যান
করা
refusal
প্রত্যাখ্যান, অস্বীকৃতি
removeঅপসারণ করাremovalঅপসারণ
tryচেষ্টা করাtrialবিচার

 

6. Verb-এর সাথে ee যোগ করে noun গঠন করা যায়।

VerbNoun
addressঠিকানাaddresseeপ্রাপক
allotবরাদ্দ করাallotteeবরাদ্দ প্রাপ্ত
ব্যক্তি
employনিয়োগ করাemployeeনিয়োগপ্রাপ্ত
ব্যক্তি
nominateমনোনয়নnomineeমনোনীত ব্যক্তি
payঅর্থ প্রদান করাpayeeযাকে অর্থ
প্রদান করা হয়
trainপ্রশিক্ষণ দেওয়াtraineeপ্রশিক্ষণার্থী

 

7. Verb- এর সাথে er অথবা যোগ করে noun গঠন করা যায়।

VerbNoun
auctionনিলাম করাauctioneerনিলামদার
speakবলাspeakerবক্তা
workকাজ করাworkerশ্রমিক
fightযুদ্ধ করাfighterযোদ্ধা
paintচিত্রিত করাpainterচিত্রকর
huntশিকার করাhunterশিকারি
readপাঠ করাreaderপাঠক
makeনির্মাণ করাmakerনির্মাতা
produceপ্রযোজনা করা।producerপ্রযোজক
ruleশাসন করাrulerশাসক
driveচালানোdriverচালক
writeলেখাwriterলেখক

 

8. Adjective এর সাথে er যোগ করে comparative form এর adjective গঠন করা যায়।

AdjectiveAdjective ( comparative)
bigবড়bigger
richধনীricher
tallলম্বাtaller

 

9. Adjective এর শেষে th যোগ করে noun গঠন করা হয়।

VerbNoun
broadপ্রশস্তbreadthপ্রশস্ততা
dearমহার্ঘdearthমহার্ঘতা
deepগভীরdepthগভীরতা
longলম্বাlengthদৈর্ঘ্য
strongশক্তিশালীstrengthশক্তি
TRUEসত্যtruthসত্য
warmউষ্ণwarmthউষ্ণতা
wideচওড়াwidthপ্রশস্ততা

 

10. Word এর শেষে hood/dom যোগ করে noun গঠন করা হয়

Root/base wordNoun
adultবয়ঙ্কadulthoodপূর্ণবয়ষ্কতা
boyবালকboyhoodশৈশব
childশিশুchildhoodশৈশব
FALSEমিথ্যাfalsehoodমিথ্যাকথা
freeস্বাধীনfreedomস্বাধীনতা
kingরাজাkingdomরাজ্য:
martyrশহীদmartyrdomশাহাদাৎ
wiseজ্ঞানীwisdomজ্ঞান

 

11. Verb এর শেষে ume থাকলে ption যোগ করে noun গঠন করা হয়।

VerbNoun
assumeঅনুমান করাassumptionঅনুমান
consumeভোগ করাconsumptionভোগ্য
presumeঅনুমান করাpresumptionঅনুমান
resumeপুনরায় শুরু করাresumptionপুনরায় আরম্ভ

 

12. Noun এর শেষে full যোগ করে Adjective গঠন করা হয়।

NounAdjective
dutyদায়িত্বdutifulদায়িত্ববান
faithবিশ্বাসfaithfulবিশ্বাসযোগ্য
fearভয়fearfulভয়ার্ত
fruitফলfruitfulফলদায়ক
helpসাহায্যhelpfulসাহায্যকারী
handহাতhandfulএক মুঠা
hopeআশাhopefulআশাব্যঞ্জক
joyআনন্দjoyfulআনন্দদায়ক
mercyক্ষমাmercifulক্ষমাশীল
spoonচামচspoonful
এক চামচ পরিমাণ
thoughtচিন্তাthoughtfulচিন্তামগ্ন
useপ্রয়োজনীয়তাusefulপ্রয়োজন

 

13. কিছু সংখ্যক noun- এর সাথে ian যোগ করে adjective গঠন করা যায়।

NounAdjective
CanadaকানাডাCanadianকানাডাবাসী।
EgyptমিসরEgyptianমিসরীয়
IndiaভারতIndianভারতীয়
ItalyইতালিItalianইতালীয়
IranইরানIranianইরানি

 

14. Noun এর সাথে ic যোগ করে adjective গঠন করা যায়।

NounAdjective
ArabআরবArabicআরবি
IslamইসলামIslamicইসলাম ধর্মীয়
proseপদ্যprosaicগদ্যবৎ

 

15. Verb- এর সাথে ing যোগ করে noun অথবা presen participle গঠন করা যায়।

VerbNoun/Present
participle
danceনাচাdancingনাচ
dieমরাdyingমুর্মুর্ষু
readপড়াreadingপড়া
writeলেখাwritingলেখা

 

16. Noun- এর সাথে less যোগ করে opposite adjective গঠন করা যায।

NounOpposite adjective
aimলক্ষ্যaimlessলক্ষ্যহীন
boundবাধাboundlessবাধা্যবধকতাহীন
cheerআনন্দcheerlessনিরানন্দ
faithবিশ্বাসfaithlessবিশ্বাসহীন
fearভীতিfearlessনির্ভীক
helpসাহায্য
সহযোগিতা
helplessসাহায্য
সহযোগিতাহীন
hopeআশাhopelessআশাহীন
landভূমিlandlessভূমিহীন
lifeজীবনlifelessপ্রাণহীন
mercyক্ষমাmercilessক্ষমাহীন
meaningঅর্থmeaninglessঅর্থহীন
nameনামnamelessনামহীন
pennyঅর্থpennilessদরিদ্র
senseঅনুভূতিsenselessঅনুভূতিহীন
shameলজ্জাshamelessনির্লজ্জ
thoughtচিন্তাthoughtlessচিন্তাহীন
useপ্রয়োজনীয়তাuselessপ্রয়োজনীয়তাহীন

 

17. প্রায়ই adjective- এর সাথে ly যোগ করে adverb গঠন করা যায়।

AdjectiveAdverb
absoluteচরম/সম্পূর্ণabsolutelyচরমভাবে
activeসক্রিয়activelyসক্রিয়ভাবে
badখারাপbadlyখারাপভাবে
boldস্পষ্টboldlyস্পষ্টভাবে
bluntনীরস/ভোঁতাbluntlyনীরসভাবে
clearপরিষ্কারclearlyপরিষ্কারভাবে
deepগভীরdeeplyগভীরভাবে
directসরাসরিdirectlyসরাসরিভাবে
entireসম্পূর্ণentirelyসম্পূর্ণভাবে
exactনিখুঁতexactlyনিখুঁতভাবে
fullসম্পূর্ণfullyসম্পূর্ণরূপে
happyশোভনhappilyশোভনভাবে
hopeful– আশাব্যঞ্জকhopelesslyআশাব্যঞ্জকভাবে
hopelessহতাশhopelesslyহতাশভাবে
initialপ্রাথমিকinitiallyপ্রাথমিকভাবে
lavishঅমিতব্যয়ীlavishlyঅমিতব্যয়ীভাবে
nakedউন্মুক্তnakedlyউন্মুক্তভাবে
partঅংশpartlyআংশিকভাবে
partialআংশিকpartially
পক্ষপাতিত্বপূর্ণভাবে
preciseযথাযথpreciselyযথাযথভাবে
quickদ্রুতquicklyদ্রুতগতিতে
restless.বিরামহীনrestlesslyবিরামহীনভাবে
shortসংক্ষিপ্তshortlyসংক্ষিপ্ত সময়ে
slowধীরslowlyধীরগতিতে
smilingহাসিsmilinglyহেসে হেসে
wideব্যাপকwidelyব্যাপকভাবে

 

18. কিছু সংখ্যক Verb-এর সাথে ment যোগ করে noun গঠন করা যায়।

VerbNoun
advanceউন্নতি করাadvancementউন্নতি, পদোন্নতি
advertiseবিজ্ঞাপন দেওয়াadvertisementবিজ্ঞাপন
agreeচুক্তি করাagreementচুক্তি
argueতর্ক করাargumentতর্ক
allotবরাদ্দ দেওয়াallotmentবরাদ্দ
amuseআনন্দ দেওয়াamusementআনন্দ
announceঘোষণা করাannouncementঘোষণা
appointনিয়োগ দেওয়াappointmentসময়
নির্দিষ্টকরণ,
চাকরি
attainঅর্জন করাattainmentঅর্জন, প্রাপ্ত
attach-সংযোগ করাattachmentসংযোজন,
আসক্তি
commitঅঙ্গীকার করাcommitmentঅঙ্গীকার
confineঅবরোধconfinementঅবরোধ, বন্দিত্ব
developউন্নতি করাdevelopmentউন্নতি
detachবিয়োজন করাdetachment
বিয়োজন, নিরাসক্তি
enjoyআনন্দ উপভোগenjoymentআনন্দ
engageঅঙ্গীকার করাengagement
বিয়ের চুক্তি, অঙ্গীকার, নিযুক্তি
employনিয়োগ দেওয়াemploymentচাকরি
establishপ্রতিষ্ঠা করাestablishmentপ্রতিষ্ঠান
governশাসন করাgovernmentসরকার
improveউন্নতি করাimprovementউন্নতি
judgeবিচার করাওjudgementবিচার
manageনিয়ন্ত্রণ করাmanagementনিয়ন্ত্রণ,
ব্যবস্থাপনা
placeস্থাপন করাplacementঅবস্থান
replaceপুনঃস্থাপন করাreplacementপুনঃস্থাপন
requireপ্রয়োজন হওয়াrequirementপ্রয়োজন
retireঅবসর গ্রহণ করাretirementঅবসর
retrenchছাঁটাই করাretrenchmentছাঁটাই
treatচিকিৎসা করাtreatmentচিকিৎসা

 

19. কিছু সংখ্যক adjective এর সাথে ness যোগ করে noun গঠন করা যায়।

AdjectiveNoun
awareসতর্কawarenessসতর্কতা
appropriateযথার্থappropriatenessযথার্থতা
awkwardবিব্রতawkwardnessবিব্রত, নাজুক
carelessউদাসীনcarelessnessউদাসীনতা
cheerlessনিরানন্দcheerlessnessনিরানন্দ
darkঅন্ধকারাচ্ছন্নdarknessঅন্ধকার
dryশুষ্কdrynessশুষ্কতা
eagerআগ্রহীeagernessআগ্রহ
freshসজীবfreshnessসজীবতা
fondআসক্তfondnessঅনুরাগ,
happyসুখীhappinessআসক্তি
highউচ্চhighnessসুখ
hardশক্তhardnessমহানুভবতা
kindদয়ালুkindnessদয়া
largeলম্বাlargenessবিশালত্ব
littleক্ষুদ্রlittlenessক্ষুদ্রতা
newনতুনnewnessনতুনত্ব
quickদ্রুতquicknessদ্রুততা
restlessচঞ্চলrestlessnessচঞ্চলতা
shortসংক্ষিপ্তshortnessসংক্ষিপ্ততা
singleএককsinglenessএকত্ব
vagueঅস্পষ্টvagunessঅস্পষ্টতা
worthyযোগ্যworthinessগুণ, যোগ্যতা

 

20. কিছু সংখ্যক noun এর সাথে ous যোগ করে adjective গঠন করা যায়।

NounAdjective
courageসাহসcourageousসাহসী
dangerবিপদdangereousবিপজ্জনক
desireকামনাdesirousকামনাকারী
gloryমহিমাgloriousমহিমান্বিত
griefকষ্টাgrievousকষ্টদায়ক
joyআনন্দjoyousআনন্দদায়ক
labourশ্রমlaboriousশ্রমসাধ্য
marvelবিস্ময়marvelousবিস্ময়কর
poisonবিষpoisonousবিষাক্ত
suspicionসন্দেহsuspiciousসন্দেহজনক
victoryজয়victoriousজয়সূচক
virtueসদগুণvirtuous
সদগুণের অধিকারী
wonderবিস্ময়wondrousবিস্ময়কর

 

21. Singular countable noun এর সাথে s বা es যোগ করে plural noun গঠন করা যায়।

Singular NounPlural Noun
boyবালকboysবালকেরা
mangoআমmangoesআমগুলো

 

22. Finite verb এর সাথে s বা es যোগ করে singular verb গঠন করা যায। শুধুমাত্র Third person singular form এর সাথে ব্যবহৃত হয়।

VerbVerb (singular)
gogoes
comecomes
readreads

 

23. Noun এর সাথে ship যোগ করে পুনরায় noun গঠন করা যায়।

NounNoun
fellowসহচরfellowshipবন্ধুভাব, সাহচর্য
friendবন্ধুfriendshipবন্ধুত্ব
lordমালিকlordshipমালিকানা
memberসদস্যmembershipসদস্যপদ
partnerঅংশিদারpartnershipঅংশিদারিত্ব
scholarবৃত্তিভোগীscholarshipছাত্রবৃত্তি
studentছাত্রstudentshipছাত্রত্ব

 

24. Verb এর সাথে ion/tion/sion যোগ করে noun গঠন করা যায়।

VerbNoun
absorbশোষণ করাabsorptionশোষণ
expectপ্রত্যাশা করাexpectationপ্রত্যাশা
attendমনোযোগী হওয়াattentionমনোযোগ
contendকলহ করাcontentionকলহ
consumeব্যয় করাconsumptionব্যয়
nationaliseজাতীয়করণ করাnatioilnalisationজাতীয়করণ
normaliseস্বাভাবিক করাnormalisationস্বাভাবিকীকরণ
notifyঅবগত করাnotificationঅবগত করণ
operateঅস্ত্রোপচার করাoperationঅস্ত্রেপচার
opposeবিরোধিতা করাoppositionবিরোধী
pretendভান করাpretentionভান
localizeসীমাবদ্ধ করাlocalisationসীমাবদ্ধকরণ
upgradeউন্নত করাupgradationউন্নতকরণ
utiliseব্যবহার করাutilisationব্যবহার
accommodateউপযোগী করাaccomodationকক্ষ, আবাস
accumulateজড়ো করাaccumulationস্তুপ
allocateবরাদ্দ করাallocationবরাদ্দ
alleviateউপশম করাalleviationউপশম
agitateউত্তেজিত করাagitationউত্তেজনা
anticipateউপলব্ধি করাanticipationউপলব্ধি
assimilateএকত্রিত করাassimilation
একত্রিত করে এমন
associateসংযুক্ত করাassociationসংসর্গ, সাহচর্য
assumeঅনুমান করাassumptionঅনুমান
celebrateউদ্যাপন করাcelebrationউদ্যাপন
civilizeসভ্য করাcivilizationসভ্যতা
collectসংগ্রহ করাcollectionসংগ্রহ
cultivateচাষাবাদ করাcultivationচাষাবাদ
connectযুক্ত করাconnectionসংযোগ
congratulateঅভিনন্দন জানানোcongratulationঅভিনন্দন
distributeবন্টন করাdistributionবন্টন
electনির্বাচন
করা
electionনির্বাচন
elevateউন্নয়ন করাelevationউন্নয়ন
eliminateউচ্ছেদা করাeliminationউচ্ছেদ
evaluateমূল্যায়ন করাevaluationমূল্যায়ন
eradicateনির্মূল করাeradicationনির্মূলকরণ
estimateনিরূপণ করাestimationনিরূপণ
formulateসূত্রবদ্ধ করাformulationসূত্রবদ্ধকরণ
illuminateদ্যুতিময়
করা
illuminationদ্যুতিময়করণ
inventআবিষ্কার করাinventionআবিষ্কার
inviteনিমন্ত্রণ করাinvitaitonনিমন্ত্রণ
locateস্থান চিহ্নিত করাlocationস্থান
narrateবর্ণনা করাnarrtionবর্ণনা
nominateমনোনয়ন দেওয়াnominationমনোনায়ন
ruminateস্মৃতিচরণ করাruminationস্মৃতিচারণ
selectপছন্দ করাselectionপছন্দ
stimulateউত্তেজিত করাstimulationউত্তেজনা
translateঅনুবাদ করাtranslationঅনুবাদ
transmuteরূপান্তর করাtransmutationরূপান্তর
transactনির্বাহ করাtransactionলেনদেন
concedeঅনুমতিconcessionঅনুমোদন
decideসিদ্ধান্ত নেওয়াdecisionসিদ্ধান্ত
extendপ্রসারিত করাextensionপ্রসার
provideভরণপোষণ করাprovisionরসদ

 

25. Word- এর শেষে en suffix যোগ করে verb গঠন করা যায়।

Root/base wordDerivated/ new word
blackeকালোblackenকালো করা
broadপ্রশস্তbroadenপ্রশস্ত করা
brightউজ্জ্বলbrightenউজ্জ্বল করা
deepগভীরdeepenগভীর করা
hasteতাড়াhastenতাড়াতাড়ি করা
heightউচ্চতাheightenউন্নত করা
lightহালকাlightenহালকা করা
looseঢিলাloosenঢিলা করা
strengthশক্তিstrengthenশক্তিশালী করা
sweetমিষ্টিsweetenমিষ্টি করা
toughকঠিনtoughenকঠিন করা
thickপুরুthickenপুরু করা

 

26. ‘ise’ suffix যোগ করে verb তৈরি করা হয়।

Root/base wordDerivative/New word
authorityক্ষমতাauthoriseক্ষমতা অর্পণ
করা
agonyযন্ত্রণাagoniseযন্ত্রণা দেওয়া
apologyক্ষমাapologiseক্ষমা চাওয়া
civilসভ্যcivilzeসভ্য করা
equalসমানequalise#ERROR!
industrialশিল্প সম্পর্কিতindustrialiseশিল্পায়িত করা
localস্থানীয়localiseস্থানীয়করণ করা
memoryস্মৃতিmemoriseমুখস্ত করা
normalস্বাভাবিকnormliseস্বাভাবিক করা
sympathyসহানুভূতি করাsympathise
সহানুভূতি প্রদর্শন করা

 

27. Noun এর সাথে y/ey যোগ করে adjective গঠন করা যায়।

NounAdjective
airহাওয়াairyহাওয়াই
bloodরক্তbloodyরক্তক্ষয়ী
boneহাড়bonyহাড় জিরজিরে
bushঝোপbushyঝোপঝাড়ময়
wealthসম্পদwealthyসম্পদশালী
dirtময়লাdirtyনোংরা
fishমৎস্যfishyমৎস্যপূর্ণ
fatমোটাfattyমোটাসোটা
fleshমাংসfleshyমাংসল
handহাতhandyলঘুহস্ত
healthস্বাস্থ্যhealthyস্বাস্থ্যবান
greedলোভgreedyলোভী
leafপত্রleafyপত্রবহুল
mossশ্যাওলাmossyশ্যাওলাযুক্ত
noiseগোলমালওnoisyগোলমেলে
rockপাথরrockyপাথুরে
sandবালুsandyবালুময়
sunরৌদ্রsunnyরৌদ্রালোকিত
stormঝঞ্ঝাstormyঝঞ্ঝাবিক্ষুব্ধ
clayকাদামাটিclayeyকাদামাটির ন্যায়

 

 

More about Suffix & Prefix

Selfish + nessSelfishness
respect + fulrespectful
please + edpleased
un + happinessunhappiness
interesting + lyinterestingly
satire + istsatirist
strength + enstrengthen
ease + fullyeasefully
success + fulsuccessful
examine + rexaminer
implement + ation
implementation
be + littlebelittle
ir + responsibleirresponsible
in + deedindeed
dis + beliefdisbelief
en + ableenable
invest + mentinvestment
im + politeimpite
dis + honestdishonest
danger + ousdangerous
great + ergreater
wonder + fulwonderful
un + coveruncover
slave + ryslavery
free + domfreedom
in + correctincorrect
en + joyenjoy
trust + worthytrustworthy
decent + lydecently
im + balanceimbalance
revolution + aryrevolutionary
histroy + calhistorical
fear + fulfearful
un + knownunknown
de + famedefame
il + legalillegal
dis + agreedisagree
fool + ishfoolish
in + correctincorrect
un+wiseunwise
en + nobleennoble
braod + enbroaden
create + dcreated
new + lynewly
examine + tionexamination
un + ableunable
lazy + nesslaziness
un + conquerable
unconquerable
profit + ableprofitable
un + ableunable
develop + mentdevelopment
courage + ouscourageous
care + fulcareful
happy + lyhappily
ir + responsibleirresponsible
in + variableinvariable
re + stroerestore
free + lyfreely
in + correctincorrect
mis + rulemisrule
success + fulsuccessful
en + eichenrich
strength + enstrengthen
success + fulsuccessful
light + enlighten
sight + lesssightless
dis + honestdishonest

 

suffix and prefix

Exercise on suffix & prefix

01. Flowers are the symbol of love and (a)_______(pure). They are (b)_______ (know) for their beauty and fragrance. Some flowers are (c)_______ (note) for their fragrance and some are for their beauty. But the rose is favourite to us for its colour and beauty. Its mother place is the city of Paris. The (d)_______ (Japan) are exceptionally famous for its (e)_______ (cultivate). At present most of the countries grow rose in plenty. It (f)_______ (general) grows from June to November. Its scent makes us (g) _______(cheer). It makes people lively, lovely, (h) _______(affection) and so on. By (i)_______ (grow) roses in plenty, we can export them and solve our (j)_______(employ) problem

02. Early rising is is the habit of (a)_______ (get) up from bed early in the morning. An early (b)_______ (rise) can enjoy the (c) _______(fresh) of the morning air. He can hear the (d) _______(melody) songs of the birds. Again, he can start his day’s work (e)_______ (early) than others. An early riser does not suffer from (f)_______ (physic) problems very often. So, he need not go to any (g) _______ (physic) (h) _______(frequent). Thus, an early riser, enjoys (i)_______(vary) benefits and leads a (j)_______ (peace) life.

03. Life without leisure and (a)_______ (relax) is dull. Life becomes (b)_______ (charm) if one does not have any time to enjoy the (c) _______(beauty) objects of nature. (d) _______ (monotony) work hinders the (e) _______ (smooth) of work. Leisure (f)_______ (rich) our spirit to work. Everybody knows that (g) _______ (work) is (h)_______(harm). Leisure does not mean (i)_______ (idle). It gives freshness to (j)_______ (create) our energy.

04. You should bear in mind that (a)_______ (confidence) assists a man to reach the goal of life. The lack of (b) _______ (determine) leads one to lose the confidence. You need it in order to (c)_______ (come) the problems of life. Fix a target and then try (d)_______ (sincere) to gain success. Don’t lose heart if you fail. Remember that (e) _______ (fail) is the pillar of success. Whereas, success without (f)_______ (compete) is not enjoyable. Determination keeps you (g)_______ (mental) strong and make (h) _______(prepare) for struggling to reach the goal. Nobody can be (i)_______ (success) in his mission. Failure makes him more (j)_______ (determine) to work hard.

05.  Trees are (a)_______ (use) to man in many ways. They are are companion in our day to day life. It is (b) _______ (possible) to build our homes, furniture etc. without trees. Trees save us from flood and (c)_______ (nature) calamities. It (d)_______(strength) the soil. If we cut trees (e)_______ (discriminately) there will be ecological (f)_______ (balanced). So tree (g) _______(plant) programme should be extended for a better, (h)_______ (happy), (i)_______(healthy) life and (j)_______ (peace) environment.

06. (a) _______kind is a divine virtue. So we should not be (b) _______kind to the people in distress and even to (c) _______low animals. Some naughty boys (d) _______joy beating the lower animals like dogs and cats. This is an (e)_______ rational behaviour. Animals are dumb (f)_______ create. They are (g)_______ harm beings. Some animals are very (h)_______ faith and they feel no (i) _______hesitate to risk their lives for our (j) _______protect.

07. Food (a) _______ adulterate is a crime. Adulterated food is (b) _______ poison and causes (c) _______curable diseases. Some (d) _______ greed businessmen are responsible for this (e) _______att wicked. The steps so far taken by the government against those (f) _______honest businessmen (g) _______real deserve praise. (h) _______present, the fraudulent businessmen are much alarmed. (i) _______ Hopeful, we will be able to shun this (j) _______practice very soon.

08. Zahir Raihan was one of the most (a) _______ filmmakers in Bangladesh. He was an (b) _______ (talent) (act) worker of the Language Movement. He was also present at the (c) _______ (history) meeting at Amtala on February 21, 1952. All through his life, Zahir dreamt for a (d) _______ (democrat) society, a society that will (e) _______ (sure) freedom of speech and will. He made a (f) _______ (legend) film Jibon Theke Neya based on the Language (g) _______ (Move) of 1952. He could see the (h) _______ (incept) of a free and (i) _______ (dependent) Bangladesh And it’s a pity that this (j) _______ (dream) was missing at such a time when his dream came true.

09. Load-shedding is one of the most common problems of Bangladesh. Lives of our citizens are (a) _______(serious) hampered for load-shedding. Students feel (b) _______ (difficult) in reading during load-shedding. (c) _______(Industry) activities are also hampered. We should use electricity (d) _______ (honest) and (e) _______ (frugal) and should create (f) _______(aware) among people to solve this (g) _______ (nation) problem. Besides, government should take (h) _______ (effect) steps to (i) _______(grade) our power stations to mitigate the (j) _______ (advantages) of our people.

10. Those who live a (a) _______(luxury) life are always (b) _______(different) to the miseries of the poor. They enjoy life in (c) _______(amuse) and (d) _______(merry). They are (e) _______(centered) people. They have little (f) _______(realize) of the (g) _______ (bounded) sufferings of the poor. They remain indifferent to their (h) _______ (suffer). They feel (i) _______ (comfort) to work for their (j) _______(better).

 

google news
Follow us on Google news

 

Answer

01. (a) purity (b) known (c) noted (d) Japaneese (e) cultivation (f) generally (g) cheerful (h) affectionate (i) growing (j) unemployment

02. (a) getting (b) riser (c) freshness (d) melodious (e) earlier (f) physical 1 (g) physician (h) fre frequently (i) various (j) peaceful

03. (a) relaxation (b) charmless (c) beautiful (d) Monotonous (e) smoothness (f) enriches (g) overwork (h) harmful (i) idleness (j) recreate

04. (a) self-confidence (b) determination (c) overcome (d) sincerely (e) failure (f) competition (g) mentally (h) prepared (i) successful (j) determined

05. (a) useful (b) impossible (c) natural (d) strengthens (e) indiscriminately (f) imbalanced (g) plantation (h) happier (i) healthier (j) peaceful

06. (a) Kindness (b) unkind (c) lower (d) enjoy (e) irrational (f) creature (g) harmless (h) faithful (i) hesitation (j) protection

07. (a) adulteration (b) poisonous (c) incurable (d) greedy (e) wickedness (f) dishonest (g) really (h) Presently (i) Hopefully (j) malpractice

08. (a) talented (b) active (c) historical (d) democratic (e) ensure (f) legendary (g) Movement (h) inception (i) independ independent (j) dreameru

09. (a) seriously (b) difficulty (c) Industrial (d) honestly (e) frugally (f) awareness (g) national (h) effective (i) upgrade (j) disadvantages

10. (a) luxurious (b) indifferent (c) amusement (d) merriment (e) self-centered (f) realization (g) unbounded (h) sufferings (i) discomfort (j), Do betterment

 

Read More:

Leave a Comment